জাতীয়সর্বশেষ

আমার দেশের ভুয়া ফটোকার্ডে আবু ত্বহার স্ত্রীকে নিয়ে প্রচারণা

ডেক্স রিপোর্ট : আমার দেশের ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এক শ্রেণির ব্যক্তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক আইডিতে আমার দেশের ভুয়া ফটোকার্ড ব্যবহার করে এ প্রচারণা চালানো হচ্ছে। আমার দেশ অনলাইন টিমের পক্ষ থেকে জানানো হয়েছে- আবু ত্বহার স্ত্রীর লেখা ও ছবি সংযুক্ত ওই ফটোকার্ডটি আমার দেশ কখনই তৈরি করেনি ও প্রচারণায় যুক্ত নয়।

আবু ত্বহার স্ত্রীর ছবি ব্যবহার ওই ফটোকার্ডে লেখা হয়—

উস্তাযা! প্লিজ আপনি উস্তাদকে সহযোগিতা করুন………উস্তাদকে গোনাহ থেকে বাঁচানো আপনার দায়িত্ব। আপনি অনন্যা এক উস্তাযা হতে পারেন দেশে। আপনি যার ব্যাপারে অভিযোগ এনেছেন সে বিমান বালা হলেও কিন্তু আপনার দ্বীনি বোন।

উস্তাযা! উস্তাদের আপনি কবন্ত ২য় স্ত্রী। সে চাইলে আরো ২জন উস্তাযাকে বিয়ে করে আনতে পারে। এটা তার অধিকার। আপনি তাকে বাধা দিতে পারেন না।

বিমান বালাকে যেহেতু সে পছন্দ করেছে সেহেতু আপনার নৈতিক ও ঈমানী দায়িত্ব হলো দ্রুত তাদের দুজনের বিয়ের বন্দবস্ত করা। উস্তাযকে পূর্ণ হেল্প করা।

নতুন আরো দুজন উস্তাযাকে গ্রহণ করার ক্ষেত্রে আপনার কোনো দ্বিমত থাকতে পারবে না। আপনারা চারজন উস্তাযা মিলেমিশে একত্রে থেকে দেশের সকল মেয়েদের আইডলও হতে পারেন। সমাজে উস্তাদকেও পরিচিত করাতে পারেন আদর্শ স্বামী হিসেবে।

আর যদি আপনার আপত্তি হয় নতুন উস্তাযা আনার ক্ষেত্রে অথবা উস্তাদকে মাইনাস করা তাহলে সেটা ক্লিয়ারলি বলুন। উস্তাদ আপনাকে উত্তম পন্থায় বিদায় জানাবেন।

কিন্ত যদি সংসার করার বা টিকিয়ে রাখার ইচ্ছে থাকে তাহলে আপনি ভুল সিস্টেম থেকে ফিরে আসুন। আলেমদের মাধ্যমেই সমাধান খুঁজুন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button