
হাবিবুর রহমান বাবুল, ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পর্তুগাল প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাব এর সিনিওর সহ সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ইব্রাহিম খান ইমন। সভায় বক্তব্য রাখেন
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর থানা ডিএসবি ইনচার্জ আবু জাফর, ফয়ছল আহমদ মালিক,বাবুল, সুবল চন্দ্র দাস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মোমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ওসমানীনগরের উন্নয়নে প্রবাসীদের অবদান ও ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।




