জাতীয়সর্বশেষ

নামজারি বাতিলে তোলপাড় ওসমানীনগর জমি মালিকদের ভোগান্তি চরমে।

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় সম্প্রতি একযোগে প্রায় দুই শতাধিক নামজারি মামলা বাতিলের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন প্রকৃত জমির মালিকসহ ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা জানান, উপজেলার তফশিল অফিসার ও সার্ভেয়ারদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন উপেক্ষা করে নতুন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর হঠাৎ এসব নামজারি মামলা বাতিল করে দিয়েছেন। এতে জমির অনেক প্রকৃত মালিক তার মেয়ের বিয়ে, ছেলের বিদেশ যাত্রা বা অন্যান্য প্রয়োজনে জমি বিক্রয় করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তারা।

চর ইশবপুর গ্রামের সেলিম মিয়া, রাজা মিয়া, কাপ্তান মিয়া, শিবু মিয়া, মোস্তফা কামাল, আব্দুশ শহিদ, মাহমুদ আলী ও অনন্ত বাবুসহ অনেকে অভিযোগ করেন, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নামজারি শুনানি ছাড়াই বাতিল করা হয়েছে।

ভুক্তভোগী পিংকু ভট বলেন,

শুনানি না করেই আমার নামজারি বাতিল করা হয়েছে। এতে আমি চরম সমস্যায় আছি। মঙ্গলচন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মচারী অন্তত বাবু জানান, আমার জমির সব কাগজপত্র ঠিক থাকার পরও যাচাই না করেই আমার নামজারি বাতিল করা হয়েছে। এবিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

উক্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর বলেন, অনেক ক্ষেত্রে প্রকৃত মালিক নিজেরা আবেদন না করে অন্যের মাধ্যমে আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে এমন মামলা বাতিল করা হয়েছে। কারও কাগজ সঠিক থাকলে তারা পুনরায় আবেদন করতে পারবেন।

সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখব।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওসমানীনগরে ভূমি সেবা ও নামজারি প্রক্রিয়ায় অনিয়ম ও হয়রানির অভিযোগ বেড়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত সহকারে প্রশাসনিক পদক্ষেপ দাবি জানিয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button