জাতীয়সর্বশেষ

বালাগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান বাবুল,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সর্বদলীয় শান্তি সহায়ক কমিটি (পিএফজি)-এর উদ্যোগে “জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর ২০২৫) বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি অ্যাম্বাসেডর মাসুক মিয়া।
প্রশিক্ষণ পরিচালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর শাহাব উদ্দিন শাহিন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা এরিয়া ম্যানেজার নাজমুল হুদা মিনা এবং জেলা ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক মোহাম্মদ খালেক আহমদ, শিক্ষক আহমদ আলী, সাংবাদিক জাকির হোসেন, রাজনীতিবিদ শেখ জামাল আহমদ খলকু, সাইফুল ইসলাম রেফুল, সৈয়দ সেবুল আলী, মজনু মিয়া, আব্দুল কুদ্দুছ, সমাজসেবক মিম হোসেন আহমদ, হেলাল আহমদ, কাওছার আহমদ, নীলমনি বিশ্বাস, কামরুল হাসান জিলু, নারী নেত্রী কুলসুমা বেগম, নাজমা বেগম, শামীমা বেগম, রোকসানা বেগম, ইয়ুথ প্রতিনিধি আবু ফজলে রাব্বি জিহাদ, সুমাইয়া বেগম ও সীমা বেগম প্রমুখ।

প্রশিক্ষণে জেন্ডার ও সেক্স, নির্যাতন ও প্রতিরোধ, নারী-পুরুষের দায়িত্ব ও কাজের পার্থক্য, বৈষম্য নিরসন, সংঘর্ষ নয়—শান্তি ও সম্প্রীতি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নির্বাচনে করণীয় এবং মানবকল্যাণে কার্যক্রম— এসব বিষয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button