জাতীয়সর্বশেষ

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী সিলেট থেকে উদ্ধার

ডেক্স রিপোর্ট : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজ কিশোরী রীমা রানী সরকারকে (১৫) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর আপন মাসি শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গলের আর. কে. মিশন রোডের একটি মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা রানী সরকার। পরে তার বাবা মতিলাল বিশ্বাস কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলার তদন্তে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ একাধিক অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারনামীয় দুই আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গত ৮ ও ১১ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে তাদের কাছ থেকে কিশোরীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় তদন্ত আরও জোরদার করে পুলিশ। পরে প্রিয়াংকা সরকারের ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণে রীমার অবস্থান শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রীমাকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, শিল্পী সরকার প্রায় দুই বছর আগে প্রেমের সূত্রে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, তিনি পূর্বপরিকল্পিতভাবে দুর্গাপূজার দিন রীমাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিলেটের ওই এলাকায় আটকে রাখেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button