কক্সবাজারের টেকনাফে প্রতিবন্ধী কিশোরসহ অপহৃত তিন কৃষককে ছেড়ে দিয়েছে পাহাড়ি দুষ্কৃতকারী দল। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাহারছড়া চৌকিদার পাড়া সংলগ্ন বড় খালের পাশে তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়া তিন কৃষক হলেন বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার বাসিন্দা আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ (৩২), দক্ষিণ শীলখালীর আবুল মনজুরের ছেলে রাহমত উল্লাহ (১৫) ও উত্তর শীলখালীর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আলী (৫০)।

 বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে প্রচার হলেও এ বিষয়ে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে ভয়ে কেউ মুখ খুলছেন না।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গিয়ে তিনজন ব্যক্তি দুষ্কৃতকারী দল হাতে অপহরণের শিকার হয়েছে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার সঙ্গে সঙ্গে পাহাড়ে স্থানীয়দের নিয়ে অভিযান চালানো হয়। কয়েকবার পাহাড়ে অভিযান চালানো হলে চাপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। 

মুক্তিপণের বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে কি না সেটি আমাদের কাছে সঠিক তথ্য নেই।

ফেরত আসা অপহৃত ভুক্তভোগীদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং অপরজন বাড়িতে রয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।