ডিগ্রিধারী বেকার, সার্টিফিকেটের দেশে কর্মসংস্থানের সংকট!

ডেক্স রিপোর্ট : রিমা একসময় বড় স্বপ্ন দেখত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স শেষ করে ভেবেছিল একদিন কোনো বহুজাতিক ব্যাংকে চাকরি করবে। মা–বাবার গর্ব, আত্মীয়স্বজনের ঈর্ষার কারণ হবে। কিন্তু সনদ হাতে পাওয়ার পর থেকে গত দুই বছর তাঁর দিন কাটছে চাকরির বিজ্ঞাপন খুঁজে, সিভি পাঠিয়ে আর ইন্টারভিউতে গিয়ে ‘আমরা আপনাকে জানাব’ শুনে। এমন গল্প শুধু রিমার নয়, বাংলাদেশের অনেক পরিবারের।
ডিগ্রির বন্যা, চাকরির খরা—
বাংলাদেশে প্রতিবছর প্রায় ৬ দশমিক ৫ লাখ তরুণ উচ্চশিক্ষা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করে। কিন্তু চাকরির বাজার সেই হারে বিস্তৃত হয় না। বিশ্ববিদ্যালয় থেকে পাস করা তরুণদের মধ্যে প্রায় ৪৭ শতাংশ কোনো না কোনোভাবে বেকার বা আন্ডারএমপ্লয়েড—অর্থাৎ তারা হয় কাজ পাচ্ছে না, নয়তো নিজের যোগ্যতার তুলনায় অনেক নিচু পর্যায়ে কাজ করছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে অবিশ্বাস্য হারে। সনদ দেওয়া এখন অনেকটা ফাস্টফুডের মতো হয়ে গেছে—সব জায়গায় সহজলভ্য, কিন্তু পুষ্টি কম। চার বছরের কষ্টসাধ্য পড়াশোনা শেষে যখন সনদ হাতে আসে, তখন দেখা যায় বাজারে তার মূল্য কয়েক টাকার ফ্রেমের মতোই।




