বাণিজ্যসর্বশেষ

ডিজিটাল ব্যাংকের জন্য ১২ প্রতিষ্ঠানের আবেদন

ডেক্স রিপোর্ট : ডিজিটাল ব্যাংক গঠনে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে ১২টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে ফিনটেক ফার্ম ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান আছে।

যে ১২ প্রতিষ্ঠান আবেদন করেছে তারা হলো ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অফ ভুটান ডিকে, আমার ডিজিটাল ব্যাংক ২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মইত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

গত ২৬ আগস্ট ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন আহ্বান করা হয়। তখন আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। পরবর্তীতে সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে বাংলাদেশ ব্যাংক। সেই নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ছিল ১২৫ কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক তা বৃদ্ধি করে ৩০০ কোটি টাকা করেছে।

প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে প্রয়োজন ৫০০ কোটি টাকা। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনের অধীন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button