আইন-আদালতসর্বশেষ

ঢাকা আইনজীবী সমিতি ভবনে সানাউল্লাহ মিয়া হলরুম উদ্বোধন

ঢাকার আইনজীবী সমিতির ভবনে বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নামে হলরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এ হলরুমের উদ্বোধন করা হয়। এসময় আইনজীবীরা তাকে স্মরণ করে বলেন, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরো বেশি শক্তিশালী।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে সানাউল্লাহের সহধর্মিণী রানু আক্তার, তিন সন্তান শফিকুর রহমান রানা, শিবলী রহমান ও সাবরিনা মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, সানাউল্লাহ মিয়া ছিলেন আইন অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। উনি আমাদের নিয়ে এতোই ব্যস্ত থাকতেন যে পরিবারকে সময় দিতে পারতেন না। আজও সানাউল্লাহ মিয়ার অভাব অনুভব করি। উনি না থাকায় আমরা অনেক বিশৃঙ্খল অবস্থায় আছি। উনি থাকলে, ওনার এক ডাকেই আমরা ঐক্য হতাম।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, আইনজীবীদের মধ্যে একজনের নাম যদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তিনি সানাউল্লাহ মিয়া। তিনি বিএনপিকে ভালবাসতেন, জাতীয়তাবাদী নীতি আদর্শ ধারণ করেছেন।

আমার জীবদ্দশায় দুটি ভালোলাগার জিনিস দেখে গেলাম, হাসিনা বিদায় ও আইনজীবী সমিতিতে সানাউল্লাহ মিয়ার নামে স্বীকৃতি। যতদিন এ সমিতি থাকবে, ততদিন মানুষ তার নামটি স্মরণ করে দোয়া করবে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, উনি সারাক্ষণ দলের জন্য নিবেদিত ছিলেন। এই পার্টি অফিস, কিছুক্ষণ পর গুলশান কিছুক্ষণ পর ঢাকা বারে ওনাকে দেখা যেতো। রাতের ২ টা পর্যন্ত উনি এভাবে সময় দিয়েছেন। আমরা মনে করেছিলাম, আমাদের নেতাকে আমরা হারিয়েছি। আজ মনে হচ্ছে, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরো বেশি শক্তিশালী। তার কর্ম সেটি প্রমাণ করেছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, উনি আমার একজন অভিভাবক ছিলেন। আমাদের সর্বদা খোঁজ খবর রাখতেন৷ আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি। উনি একজন দেশপ্রেমিক ও আইনজীবী প্রেমিক মানুষ ছিলেন। আপনারা উনার কোন আচরণে কষ্ট পেয়ে থাকলে আপনারা উনাকে ক্ষমা করে দিবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button