ঢাকা বিভাগ ছাড়বো না, অন্য বিভাগে যাবো না-স্লোগানে মাদারীপুরে আন্দোলনের সূচনা

মোঃ ফায়েজুল শরীফ, বিশেষ প্রতিনিধি : মাদারীপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে ফরিদপুর বিভাগে সংযুক্ত ও আলাদা করে সরকারের সিদ্ধান্ত গৃহীত-এমন একটি গণমাধ্যমের খবরে ২ রা অক্টোবর (বৃহসপতিবার) বিকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে উম্মুক্ত আলোচনা সভা ও প্রতিবাদের প্রারম্ভিক সূচনা হয়েছে। এতে জেলার সর্বদলীয় রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থক, পেশাজীবী, সমাজকর্মী, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ ও সাধারণ মানুষেরা অংশগ্রহণ করে সাফ-সাফ জানিয়ে দিলেন “ঢাকা বিভাগ ছাড়বো না, অন্য বিভাগে যাবো না”। এসময় বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রামের পর আরো বৃহত্তর দুর্বার আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে,সমগ্র দক্ষিণবঙ্গ অচল হয়ে যাবে, প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে কিন্তু ঢাকা বিভাগ ছেড়ে অন্য বিভাগে যাবো না। এতে মাদারীপুরবাসির পূর্ণ সমর্থন রয়েছে, দাবী না মানা হলে রাজপথেই তার প্রমান পাওয়া যাবে।
উম্মুক্ত আলোচনা সভায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরাও সরব উপস্থিত ছিলেন।



