
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার : বগুড়া শিবগঞ্জে উপজেলা আওয়ামী লগী-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বগুড়ার শিবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মীর মুগ্ধ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিশাল একটি মিছিল শিবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের নেতারা।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এসময় আরও বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম আলমগীর হুসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, জামায়াত মনোনীত মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফেরদৌস রহমান, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।




