খেলাসর্বশেষ

বাংলাদেশের সিরিজ জয়

ডেক্স রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় করেছে বাংলাদেশ। গতকাল মিরপুর স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানে পরাজিত করেছেন মিরাজরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সৌম্য-সাইফের দুরন্ত ব্যাটিংয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ১১৭ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে এর আগে টাইগারদের সবচেয়ে বড় জয় ছিল ১৬০ রানের। ২০১২ সালে খুলনায় এসেছিল সেই জয়। এবার মিরপুরে নতুন রেকর্ড গড়লেন মিরাজরা। গতকাল উদ্বোধনী জুটিতেই ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে দেন সাইফ ও সৌম্য। ২৫.২ ওভারে প্রথম জুটিতে ১৭৬ রান করেন দুজন। সাইফ ৭২ বলে ৮০ রান করে আউট হন। সৌম্য করেন ৮৬ বলে ৯১ রান। সাইফের ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। সৌম্য ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর নাজমুল হোসেন শান্ত ৪৪, তাওহিদ হৃদয় ২৮ ও শেষ দিকে মিরাজ ১৭ ও নুরুল হাসান সোহান ১৬ রান করে দলকে নিরাপদ সংগ্রহ এনে দেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন আকিল হোসেন। এ ছাড়া অ্যালিক ২টি ও রোস্টন চেজ ও গুদাকেশ মোটি ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে নাসুম, রিশাদ, মিরাজ, তানভীরদের বোলিং তোপের মুখে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নাসুম মাত্র ১১ রানে ৩ উইকেট শিকার করেন। রিশাদ ৩ উইকেট শিকার করেন ৫৪ রানে। ২টি করে উইকেট নেন মিরাজ ও তানভীর। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন। ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন রিশাদ হোসেন। ওয়ানডে সিরিজ জয় করে চট্টগ্রাম যাবে বাংলাদেশ। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button