হোমনা-মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বহালের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে ‘হোমনা-মেঘনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি’র উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেরচর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও অংশ নেন। তারা অভিযোগ করে বলেন, নতুন আসন বিন্যাসে এলাকাবাসীর মতামত উপেক্ষা করে অবৈধভাবে আসন পরিবর্তন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন গেজেট অনুযায়ী, দাউদকান্দি ও মেঘনাকে নিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাসকে নিয়ে কুমিল্লা-২ আসন নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, ‘হোমনা-মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বহালের দাবিতে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। নির্বাচন কমিশন তাদের নিজস্ব বিধান লঙ্ঘন করে গেজেট প্রকাশ করেছে। আমরা এ গেজেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে উচ্চ আদালতের শরণাপন্ন হবো।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনদুল অদুদ মুন্সী, সদস্যসচিব আজহারুল হক শাহিন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নেতা মো. কাদির হোসেনসহ প্রমুখ।




