জাতীয়সর্বশেষ

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

ডেক্স রিপোর্ট : গাজীপুরের জয়দেবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি এক নম্বর লাইন দিয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের সামনের চাকা লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে। উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনে তোলার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল করেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button