
ডেক্স রিপোর্ট : তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৫২ রান। ব্যাট হাতে বাংলাদেশের তানজিদ হাসান তামিম ৮৯ ও সাইফ হাসান ২৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে রোমারিও শেফার্ড ৪ ওভারে ৩৬ রান দিয়ে হ্যাটট্রিক করেন। এছাড়া হোল্ডার ও পিয়েরে নেন ২টি করে উইকেট।
১৭ ওভারের শেষ বলে রোমারিও শেফার্ড আউট করেছিলেন নুরুল হাসানকে। এরপর ২০তম ওভারে ফিরে প্রথম বলে তানজিদ ও দ্বিতীয় বলে শরীফুল ইসলামকে আউট করেন। তাতে পূর্ণ হয় তার হ্যাটট্রিক। আর বাংলাদেশ পৌঁছে যায় অলআউটের দ্বারপ্রান্তে।




