
ডেক্স রিপোর্ট : মাত্র ১৭ বছর বয়সে সংসারের ভার নিজের কাঁধে নিয়েছিলেন হৃদয় পাহলান। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চালাতেন ইজিবাইক। সেখান থেকে আয় করা অর্থে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। অসুস্থ বাবার চিকিৎসার অর্থও আয় করতে হতো তাকে। ইজিবাইকটি ছিনতাই করতে তাকে নির্মমভাবে গলা কেটে ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকারী একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার বিকেলে বিষয়টি জানিয়েছেন র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
গ্রেফতারকৃত রিয়াদ হাওলাদার (১৮) মঠবাড়িয়া উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের বাসিন্দা এমদাদুল হাওলাদারের ছেলে।
র্যাব কর্মকর্তা জানান, ইজিবাইক চালিয়ে চলত পুরো পরিবারের খরচ বহন করতো হৃদয়। প্রতিদিনের মতো গত ২১ অক্টোবর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বাবার সাথে যখন কথা হয়, তখন জানিয়েছিলো মঠবাড়িয়া বাসষ্ট্যান্ডে রয়েছে সে। এরপর থেকে তার কোন খোঁজ ছিলো না। রাতভর কল করেও ফোন বন্ধ পান বাবা। সকালে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে হৃদয়ের বাবার মোবাইলে ফোন করে ৪২ হাজার টাকা চায় অজ্ঞাত একজন। টাকা সংগ্রহ করার আগেই খবর পায় মঠবাড়িয়া পাতাকাটা সড়কের পাশে খালে স্থানীয়দের চোখে পড়ে বস্তাবন্দি লাশ। খবর পেয়ে হৃদয়ের বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
র্যাব কর্মকর্তা বলেন, সম্পূর্ন ক্লুলেস হত্যাকান্ডের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেন তারা। তদন্তে তারা জানতে পারেন হৃদয় হত্যায় রিয়াদ জড়িত রয়েছে। তাই মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী এলাকা থেকে রিয়াদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রিয়াদ হত্যার কথা স্বীকার করেছে। এছাড়াও অন্যদের পরিচয় জানিয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।




